নড়াইলে বন্ধ জুয়েলারি দোকান খুলতে উদ্যোগ নিল জামায়াতে ইসলামী। হামলা-লুটপাটের ভয়ে আতঙ্কগ্রস্ত দোকানীদের পাশে থাকার অভয় দিয়ে বৃহস্পতিবার (৮আগস্ট) সকালে দোকানপাট খোলার এ উদ্যোগ নেওয়া হয়।
ব্যবসায়ীরা জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের জুয়েলারি ব্যবসায়ীরা হামলা লুটপাটের ভয়ে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে। এ অবস্থায় কয়েক দিন অতিবাহিত হবার পর উদ্ভূত পরিস্থিতি উত্তরণে জামায়ায়ে ইসলামীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলো।
জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা উবায়দুল্লা কায়সারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সকালে সরেজমিন রূপগঞ্জ অসেন। এসময় তারা যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
কেউ কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা রুখে দেবার প্রত্যয় ব্যক্ত করেন। জামায়াত নেতাদের আশ্বাসে পরে একে একে সকালে দোকান খুলতে শুরু করে।
news24bd.tv/তৌহিদ