'এই তরুণ সমাজের উত্থান দেখে চমকে গেছি'

'এই তরুণ সমাজের উত্থান দেখে চমকে গেছি'

অনলাইন ডেস্ক

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন অবশেষে রুপ নেয় এক দফা আন্দোলনে। সেই  আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়েছেন। এদিকে বরেণ্য এই সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী বলেছেন, এখন স্বপ্ন তো একটাই- দেশটাতে গণতন্ত্র দেখে যেতে চাই, আমাদের তো বয়স হয়েছে; জীবনের শেষ অধ্যায়ে আছি। এখন এই একটাই চাওয়া।

’ 

তিনি আরও বলেন, ‘আমি মোটামুটিভাবে আমাদের দেশ সম্পর্কে নিরাশ হয়ে গিয়েছিলাম—হবে না, কিছুই হবে না। ’ তবে নতুন প্রজন্ম তাঁকে চমকে দিয়েছে।

সৈয়দ আব্দুল হাদী আরও বলেন, ‘কিন্তু এবার আমাদের এই তরুণ সমাজের উত্থান দেখে চমকে গেছি। তাদের দেশপ্রেম বলি, স্পৃহা বলি, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার যে মানসিকতা, সেটা দেখে নিজের ভেতরে আবার আশার সঞ্চার হয়েছে।

এখন মনে হচ্ছে, এ দেশ ঠিকই ঘুরে দাঁড়াবে। ’

news24bd.tv/TR