আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে: নানক

ফাইল ছবি

আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে: নানক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সরকার পতনের একদফা দাবি ক্ষমতা লিপসু বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র বলে জানিয়েছেন নানক। তিনি বলেন, সব হত্যা-সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে।

রোববার (৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নানক এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ এরই মধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের পাড়ায়-মহল্লায় কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সব হত্যা, সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে। আমরা সংঘাত চাই না, শান্তি চাই, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না।

নানক আরও বলেন, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

আন্দোলনের নামে যারা সহিংসতা করেছে, তারা শিক্ষার্থী নয়, বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্র শিবির ও জঙ্গি গোষ্ঠীর ক্যাডার বাহিনী।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক