হানিয়া হত্যাকাণ্ডে এরদোয়ানের প্রতিক্রিয়া

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

হানিয়া হত্যাকাণ্ডে এরদোয়ানের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যার ঘটনায় ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইহুদিরা বর্বরতার মধ্য দিয়ে কখনো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলেও মনে করছেন তিনি। খবর আল জাজিরার।

হামাস প্রধান হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, ‘হানিয়াকে জঘন্যভাবে হত্যা করা হয়েছে।

তিনি শাহাদাত বরণ করেছেন। ’

‘গাজায় ফিলিস্তিনিদের ন্যায় অধিকার আদায়ের সংগ্রামকে ব্যাহত এবং ভয় দেখানোর জন্য হানিয়াকে হত্যা করা হয়েছে। তবে বিশ্বাসঘাতকদের এ হত্যাকাণ্ড কোনোভাবে ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না’, যোগ করেন এরদোয়ান।

তিনি বলেন, ইহুদিরা বর্বরতার মধ্য দিয়ে কখনো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না।

বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে তেহরানে নিজ আবাসস্থলে হামলায় ইসমাইল হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে হামাস।

হানিয়ার হত্যার ব্যাপারে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। এ সময় হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন।

news24bd.tv/তৌহিদ