নিজ দুর্গে জকোভিচের কাছে পাত্তাই পেলেন না নাদাল

নিজ দুর্গে জকোভিচের কাছে পাত্তাই পেলেন না নাদাল

অনলাইন ডেস্ক

প্যারিস অলিম্পিকের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। সেরা সময়টা পেছনে ফেলে এলেও রোলাঁ গাঁরোয় খেলা বলে কথা, নিজ দুর্গে নোভাক জকোভিচকে নাদাল ভালোই চ্যালেঞ্জ জানাবেন বলেই ধারণা ছিল সবার। তবে সরাসরি সেটে হেরে গেছেন এই স্প্যানিশ কিংবদন্তি।

আজ সোমবার (২৯ জুলাই) অলিম্পিকের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে ৬-১ ও ৬-৪ গেমে জকোভিচের কাছে হারেন নাদাল।

প্যারিসের কোর্ট ফিলিপে কার্টিয়ারে প্রথম সেটে শোচনীয় হারের পর দ্বিতীয় সেটে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েন নাদাল। সেখান থেকে দারুণ কামব্যাকে ৪-৪ করে ফেলেন তিনি। কিন্তু ম্যাচ আর পরের সেটে নিতে পারেননি তিনি।

নাদালকে বিদায় করে দেওয়ার পর জকোভিচ বলেন, ‘নির্ভার লাগছে।

সব কিছু আমার পক্ষে গেছে। প্রথমে ৬-১ গেমের পর দ্বিতীয় সেটে ৪-০; বলতেই পারি তাকে সুযোগ নিতে একটু ছাড় দিয়েছি। সেই ২০০৬ সালে আমাদের প্রথম দেখা, ভাবিনি এই লড়াই আমরা ২০ বছর বাঁচিয়ে রাখতে পারব। ’

এককের ইভেন্ট থেকে বিদায় নিলেও প্যারিসে স্বর্ণ জয়ের সুযোগ এখনো খোলা আছে নাদালের। দ্বৈতে সময়ের অন্যতম সেরা তারকা কার্লোস আলকারেজের সঙ্গে অংশ নেবেন তিনি।

news24bd.tv/SHS