পুলিশ সদস্যকে কামড় দিয়ে কারাগারে ভাইস চেয়ারম্যান

পুলিশ সদস্যকে কামড় দিয়ে কারাগারে ভাইস চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

রাজশাহীর মোহনপুরে পুলিশের দুই নারী সদস্যকে কামড় ও মারধরের মামলায় উপজেলা পরিষদের এক মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে উপজেলা পরিষদের একটি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল। গ্রেপ্তার হওয়া হাবিবা বেগম (৩৫) ওই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

মামলার নথির বরাত দিয়ে ওসি হরিদাস জানান, গত সোমবার (২২ জুলাই) রাতে ভাইস চেয়ারম্যান হাবিবা বেগমের সঙ্গে মোহনপুর থানার নারী পুলিশ সদস্য শান্তনা মহন্ত ও সাথী রাণী শীলের কথা কাটাকাটি হয়।

পরে একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তখনই নারী পুলিশ সদস্য শান্তনা মহন্তের হাতে কামড় দেন অভিযুক্ত হাবিবা বেগম। পরে দুই নারী পুলিশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনার পরে শান্তনা মহন্ত হাবিবা বেগমের বিরুদ্ধে মামলা করেন।

পরবর্তীতে অভিযুক্ত হাবিবা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি হরিদাস মণ্ডল।

news24bd.tv/জেপি বর্মা/SC