কোহলি-রোহিতকে ওয়ানডে বিশ্বকাপ খেলানোর ইঙ্গিত গম্ভীরের

কোহলি-রোহিতকে ওয়ানডে বিশ্বকাপ খেলানোর ইঙ্গিত গম্ভীরের

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আগামী ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দলে চাচ্ছেন ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর। আগামী ওয়ানডে বিশ্বকাপের সময় বিরাট কোহলি ৩৮ ও রোহিত শর্মা পৌঁছাবেন ৪০ বছর বয়সে।

যদি দুজনে ফিট থাকে তাহলে তাদের বিশ্বকাপে খেলানোর ইঙ্গিত দিয়েছেন গৌতম গম্ভীর। গম্ভীরের মতে, কোহলি-রোহিতের এখনো অনেক কিছু দেওয়ার বাকি।

ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম সংবাদ সম্মেলনে আসেন তিনি।

গম্ভীর বলেন, 'টি-টোয়েন্টি হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ, আমি মনে করি তারা দেখিয়েছে বড় মঞ্চে কী করতে পারে। একটা বিষয়ে আমি খুবই পরিষ্কার দুজনের ভেতরই অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি ও নভেম্বরে অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে অবশ্যই যথেষ্ট অনুপ্রাণিত থাকবে তারা।

এরপর আশা করি, ফিটনেস যদি ধরে রাখতে পারে, তাহলে ২০২৭ বিশ্বকাপেও খেলতে পারে। তবে এটা একদমই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বলতে পারব না তাদের মধ্যে কতখানি ক্রিকেট বাকি আছে। দিনশেষে এটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে, দলের সফলতায় তারা কতটা অবদান রাখতে পারবে। '

গম্ভীর আরও যোগ করেন, 'দিনশেষে দলই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি মনে করি কোহলি-রোহিতের এখনো অনেক কিছু দেওয়ার বাকি। তারা বিশ্বমানের খেলোয়াড় এবং যেকোনো দলই তাদের যতদিন সম্ভব ধরে রাখতে চাইবে। '

এদিকে ছুটি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন কোহলি-রোহিত। ভারতীয় দলের এই দুজন তারকাকে যতোটা সম্ভব দলে রাখতে চান গম্ভীর। আগামী শনিবার শ্রীলঙ্কা-ভারত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এই সিরিজের সবকটি ম্যাচই হবে পাল্লেকেলেতে। এরপর কলম্বোয় ২ আগস্ট শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)

news24bd.tv/SC