পাপুয়া নিউ গিনিতে হামলায় শিশুসহ নিহত ২৬

পাপুয়া নিউ গিনিতে হামলায় শিশুসহ নিহত ২৬

অনলাইন ডেস্ক

পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের তিনটি গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৬ জন শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন। গত ১৬ ও ১৮ জুলাই পিএনজির ইস্ট সেপিক প্রদেশে হামলায় তাদের মৃত্যু হয়।

বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, ‘আমি পাপুয়া নিউ গিনিতে মারাত্মক সহিংসতার বিস্ফোরণে আতঙ্কিত। কর্তৃপক্ষ নিখোঁজ লোকজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান ভলকার।

প্রতিবেদনে তিনি মৃতের সংখ্যা বেড়ে ৫০ ছাড়িয়ে যেতে পারে বলে উল্লেখ করেন।

গত ১৬ ও ১৮ জুলাই জমি এবং হ্রদের মালিকানা ও ব্যবহারকারীর অধিকার নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পর বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পর গ্রামগুলোর দুইশর বেশি বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

এছাড়া গত মে মাসেও এনগা প্রদেশে লড়াইয়ে ৩০টি বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৮ জন নিহত হয়েছিলেন। একই অঞ্চলে ফেব্রুয়ারিতে করা অতর্কিত হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছিল।

সূত্র : রয়টার্স

 

news24bd.tv/TR