অসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করছে বিমানবাহিনী

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

অসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করছে বিমানবাহিনী

অনলাইন ডেস্ক

চলমান অরাজক পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ‘আকাশ’ প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে হেলিকপ্টার ও বিমানের মাধ্যমে উদ্ধার অভিযান, ফায়ার বাকেট মিশন এবং ট্রুপস মিশন সম্পন্ন করছে। একই সঙ্গে দ্রুত সময়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আনা-নেওয়া নিশ্চিত করছে।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন হেলিকপ্টারযোগে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন।

একই সঙ্গে নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং পরে চলমান পরিস্থিতি নিয়ে বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিমানবাহিনী ঘাঁটি বাশার-এ সাংবাদিকদের অবগত করেন।

এছাড়া যাবতীয় উদ্ধারকাজে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

news24bd.tv/DHL