স্বর্ণশিল্পকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা সায়েম সোবহান আনভীরের

কেক কেটে পালিত হচ্ছে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি: নিউজ টোয়েন্টিফোর

কুষ্টিয়ায় বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী 

স্বর্ণশিল্পকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা সায়েম সোবহান আনভীরের

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

জুয়েলারি শিল্পকে রপ্তানিমুখী করতে চান বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) নেতারা। পোশাকশিল্পকে উদাহরণ হিসেবে তুলে ধরে কুষ্টিয়া জেলা শাখার বাজুস সভাপতি বিজন কুমার কর্মকার বলেন, স্বর্ণশিল্পও একইভাবে বাংলাদেশকে এগিয়ে নেবে। এই লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখছেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে বাজুসের ৫৯তম বর্ষে পদার্পন উপলক্ষে র‌্যালি বের করা হয়।

র‍্যালি শেষে বাজুস কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় কুষ্টিয়া বাজুসের সভাপতি বিজন কুমার কর্মকার ছাড়াও সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ করিম ও সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র রায় বক্তব্য দেন।

জেলা শাখা ছাড়াও বাজুসের সব উপজেলা শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে।

news24bd.tv/SHS