গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে: ডিবিপ্রধান

ফাইল ছবি

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক

কোটাবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিএন‌পি নেতা‌দের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব জানান তিনি। ডিবি প্রধান বলেন, যারা আন্দোলনকে ভিন্নখা‌তে প্রবাহিত কর‌তে চায় তা‌দের চিহ্নিত করা হ‌য়ে‌ছে। শিক্ষার্থী‌দের নির্দেশনা মানার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ছাড়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক গণমাধ্যমকে আলটিমেটামের বিষয়টি নিশ্চিত করেন।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ আল্টিমেটামের কথা জানান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক