স্বপ্ন পূরণের মধ্যে দিয়ে ৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক হলো নারী অ্যাথলেটের জেং জিইংয়ের। প্রথম রাউন্ডে গত রাতে তিনি লেবাননের মারিয়ানা সাহাকিয়ানের কাছে ৪-১ ব্যবধানে হেরেছেন ঠিকই; তবে বহু বছরের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত জেং।
জানা গেছে, ১৯৬৬ সালে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে জন্ম হয় জেং জিইংয়ের। শৈশব থেকে টেবিল টেনিসে বিশ্বজয়ের স্বপ্ন দেখা জেং ১৬ বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন।
ইনডোর ভর্তি দর্শকদের সামনে জেং কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন।
news24bd.tv/আইএইচ/আইএএম