৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক চীনা নারীর 

জেং জিইং

৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক চীনা নারীর 

অনলাইন ডেস্ক

স্বপ্ন পূরণের মধ্যে দিয়ে ৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক হলো নারী অ্যাথলেটের জেং জিইংয়ের। প্রথম রাউন্ডে গত রাতে তিনি লেবাননের মারিয়ানা সাহাকিয়ানের কাছে ৪-১ ব্যবধানে হেরেছেন ঠিকই; তবে বহু বছরের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত জেং।

জানা গেছে,  ১৯৬৬ সালে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে  জন্ম হয় জেং জিইংয়ের। শৈশব থেকে টেবিল টেনিসে বিশ্বজয়ের স্বপ্ন দেখা জেং ১৬ বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন।

টেবিল টেনিস খেলায় তার হাতেখড়ি হয় মাত্র ১১ বছর বয়সে। তখন থেকেই ছোট্ট জেংয়ের স্বপ্ন ছিল বড় হয়ে বিশ্ব কাঁপাবেন, খেলবেন অলিম্পিকে। কিন্তু এতদিন সেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে।  

ইনডোর ভর্তি দর্শকদের সামনে জেং কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন।

ম্যাচ শেষে জেং বলেছেন, ৩০ বছর পর আমি আবারও টেবিল টেনিসে ফিরেছি। এই বয়সে অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় আমি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি।  

news24bd.tv/আইএইচ/আইএএম