ঢাকা বিশবিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ 

ঢাকা বিশবিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ 

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফের সংঘাতের খবর পাওয়া গেছে। ড. মোহাম্মদ শহিদুল্লাহ হলের সামনে শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কমপক্ষে ৬টি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।

 

ঘটনাস্থলে দেখা যায়, ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে সড়কে অবস্থান করছেন। তবে কারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং কোটা সংস্কারের আন্দোলনকারীদের মধ্যকার সংঘর্ষে  শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।  

দুপুরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘সুস্পষ্ট করে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে বলছি তারা (আন্দোলনকারীরা) সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘনকারীদের কীভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয়, ছাত্রলীগের তা জানা আছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

news24bd.tv/কেআই/আইএইচ