যেকোনো ভাষার মেসেজ অনুবাদ করবে হোয়াটসঅ্যাপ

যেকোনো ভাষার মেসেজ অনুবাদ করবে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বর্তমানে দেশে বিদেশে বেশ জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে থাকে। সম্প্রতি মেটা ঘোষণা করেছে, তারা হোয়াটসঅ্যাপে লাইভ ট্রান্সলেশন বা মেসেজের অনুবাদ করা যাবে এমন ফিচার নিয়ে কাজ করছে।

এই ফিচারটি অন-ডিভাইস কাজ করবে।

অর্থাৎ আপনি কোনো ভাষা বুঝতে পারছেন না, তখন লাইভ ট্রান্সলেশন ফিচারটি আপনাকে সেই ভাষাটি অনুবাদ করে দিবে।

নতুন ফিচারকে কাজে লাগিয়ে যে কোনো ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দমতো ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা। অপশনটি অন করে দিলেই সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে এই নতুন ফিচার।

তবে এর ফলে ‘অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন’ ব্যাহত হবে না।

ফলে দারুণ সুবিধা মিলবে। অন্য কোনো ভাষার মেসেজকে নিজের যে ভাষায় স্বচ্ছন্দ তাতে রূপান্তরিত করা যাবে। (সূত্র: ইন্ডিয়া টুডে)

news24bd.tv/জেপি বর্মা/SC