কবি মাকিদ হায়দার আর নেই

কবি মাকিদ হায়দার

কবি মাকিদ হায়দার আর নেই

নিজস্ব প্রতিবেদক

সত্তর দশকের অন্যতম কবি মাকিদ হায়দার মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বুধবার সকাল সাড়ে আটটায় উত্তরার নিজ বাসায় তাঁর মৃত্যু হয়।  
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ দুপুর ২টা থেকে বেলা তিনটা পর্যন্ত একাডেমির নজরুল মঞ্চে মাকিদ হায়দারের মরদেহ রাখা হলে তিার অনুরাগীরা তাকে শ্রদ্ধা জানান।  
পরিবার সূত্রে জানা গেছে, এরপর কবির মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায়।

তাঁকে বিকেলে পাবনায় পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি নানা রোগে ভুগছিলেন। মাকিদ হায়দারের ছেলে আসিফ হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
 
কবি মাকিদ হায়দার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার বিখ্যাত হায়দার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবারের প্রত্যেকেই বাংলা ভাষায় প্রতিষ্ঠিত সাহিত্যিক। প্রত্যেকে স্বনামে পরিচিত।  
তাঁদের মধ্যে প্রয়াত হয়েছেন বরেণ্য নাট্যকার জিয়া হায়দার ও রশিদ হায়দার। অপর ভাইদের একজন নির্বাসিত কবি দাউদ হায়দার।  
২০১৯ সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান মাকিদ হায়দার।

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক