৪ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল

সংগৃহীত ছবি

৪ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল

অনলাইন ডেস্ক

আজ বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  ৪ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৭তম (অধিবর্ষে ২৪৮তম) দিন। বছর শেষ হতে আরো ১১৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:

 

৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।
১২৬০ - ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।
১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।


১৮৬৬ - হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।
১৮৭০ - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৮৮২ - মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরন ব্যবস্থা আবিষ্কার করেন। ।
১৮৮৫ - নিউ ইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।
১৮৮৮ - জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন।
১৮৯৪ - নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে।
১৯০৪ - ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়।
১৯০৯ - লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেপে বিশ্বের প্রথম বয় স্কাউট র‍্যালি অনুষ্ঠিত হয়।
১৯১১ - বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৩০ - লন্ডনে কেম্ব্রিজ থিয়েটার চালু হয়।
১৯৩২ - ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।
১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শুরু হয়।
১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।
১৯৫৬ - আই বি এম THE IBMRAMAC305 নামক কমপিউটর বাজারে আনে যেটা চৌম্বকীয় তথ্য সংরক্ষণ করতে পারে।
১৯৭২ - মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরাইলী অ্যাথলেটদের প্যালেস্টাইনীরা জিম্মি করে।
১৯৮৭ - রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।
১৯৯৫ - বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

জন্ম:

১৫১৪ - বিখ্যাত ফরাসী ভাস্কর ‘জন গুজান’।
১৫৬৩ - ওয়াংলি, চীনা সম্রাট।
১৮২৫ - ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি। (মৃ.১৯১৭)
১৮৪৬ - ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি।
১৮৮০ - ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক। (মৃ.২৫/১২/১৯৬১)
১৮৯০ - এস ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক। (মৃ.১০/০৬/১৯৫১)
১৮৯৪ - জ্ঞানচন্দ্র ঘোষ, ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী শিক্ষক ও উদ্ভাবক। (মৃ.২১/০১/১৯৫৯)
১৯০৪ - প্রেমেন্দ্র মিত্র, কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব। (মৃ.০৩/০৫/১৯৮৮)
১৯০৬ - ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী জার্মান চিকিৎসা ও জীববিজ্ঞানী। (মৃ. ০৯/০৩/১৯৮১)
১৯০৮ - রিচার্ড রাইট, আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক।
১৯১৭ - হেনরী ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি।
১৯২৭ - জন ম্যাকার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। (মৃ. ২০১১)
১৯৩১ - মিট্‌জি গেনর, মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।
১৯৩৩ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৮)
১৯৩৪ - ক্লাইভ গ্রেঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ
১৯৩৮ - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৮)
১৯৫২ - ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। (মৃ.৩০/০৪/২০২০)
১৯৫৪ - সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৭১ - ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

মৃত্যু:

৭৯৯ - শিয়া ইমাম মুসা আল কাজিম
১০৬৩ - পারস্য ও বাগদাদ বিজয়ী তঘরুল
১৭৬৭ - ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপ।
১৯৫৭ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী। (জ.০১/০৭/১৮৮০)
১৯৬৪ - লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী। (জ.১৯০৮)
১৯৬৫ - জার্মান দার্শনিক আলবার্ট সুইৎসার।
১৯৭৮ - মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।
১৯৮৯ - জর্জেস সিমেনন, ফ্রান্সের লেখক।
২০০৩ - জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। (জ.০৬/০৯/১৯১৮)
২০০৪ - বীরেশ্বর সরকার, বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক। (জ.২৯/০৩/১৯৩৫)
২০০৬ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব
২০১১ - অজিত রায়, বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক
২০১২ - সৈয়দ মুস্তাফা সিরাজ, একজন ভারতীয় বাঙালি লেখক। (জ. ১৪/১০/১৯৩০)
২০২২ - গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার।

ছুটি ও অন্যান্য:

বিশ্ব হিজাব সংহতি দিবস।

news24bd.tv/DHL