কোটার শুনানি আগামীকাল, এনিয়ে কোনো মন্তব্য নয়: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

কোটার শুনানি আগামীকাল, এনিয়ে কোনো মন্তব্য নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কোটার বিষয়ে আগামীকাল আদালতে শুনানি হবে, এনিয়ে মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে কিছু কিছু বিষয় আছে যা রাজপথে সমাধান করা সম্ভব নয় বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) এক সভায় সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, সর্বজনীন পেনশনের সিদ্ধান্তের অর্থ মন্ত্রণালয়য়ের। এ বিষয়ে সরকার যা সিদ্ধান্ত দিয়েছে সেটাই আছে।

তবে আন্দোলন করা শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার।

এদিন কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৯ জুলাই) আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন তারা।

তবে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে বলে রায় দিয়েছেন চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম।

বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির জন্য এ দিন ধার্য করেন।

news24bd.tv/FA