ইনস্টাগ্রাম থেকে সরাসরি রিলস নামানোর উপায়

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম থেকে সরাসরি রিলস নামানোর উপায়

অনলাইন ডেস্ক

ইনস্টাগ্রামে অন্যদের পোস্ট করা রিলস নামিয়ে নিজেদের ফোনে সংরক্ষণ করা যায়। এ জন্য অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে নিয়মিত পছন্দের রিলস নামিয়ে থাকেন। কিন্তু এতে সাইবার হামলাসহ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তবে চাইলেই ইনস্টাগ্রাম অ্যাপ থেকে সরাসরি রিলস নামানো সম্ভব।

ইনস্টাগ্রাম অ্যাপ থেকে সরাসরি রিলস নামানোর পদ্ধতি দেখে নেওয়া যাক—

সরাসরি রিলস নামানোর জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের ‘রিলস’ আইকনে ট্যাপ করে পছন্দের ভিডিওটি চালু করতে হবে। চাইলে রিলস পোস্ট করা ব্যক্তির প্রোফাইলে প্রবেশ করেও ভিডিওটি চালু করা যাবে। এরপর ভিডিও চালু থাকা অবস্থায় ডান দিকে থাকা ‘শেয়ার’ আইকনে ট্যাপ করলে বিভিন্ন অপশন দেখা যাবে। সেখান থেকে ‘অ্যাড টু স্টোরি’ নির্বাচন করলেই পরের পৃষ্ঠায় স্টোরি আকারে ভিডিওটি দেখা যাবে।

এবার তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘সেভ’ অপশন নির্বাচনের পর ‘ডিসকার্ড’ করে স্টোরি অপশন থেকে বের হয়ে আসতে হবে। এরপর ফোন গ্যালারিতে প্রবেশ করলে ইনস্টাগ্রাম থেকে নামানো ভিডিওটি পাওয়া যাবে। তবে যেসব অ্যাকাউন্টে রিলস নামানোর সুযোগ বন্ধ রয়েছে, সেসব অ্যাকাউন্ট থেকে কোনো রিলস নামানো যাবে না।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক