বাংলাদেশ সফরে এসেছেন চীনা মন্ত্রী লিউ জিয়ানচাও

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও।

বাংলাদেশ সফরে এসেছেন চীনা মন্ত্রী লিউ জিয়ানচাও

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। চারদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ জুন) তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা।

সফরকালে জিয়ানচাও প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দীন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে দেখা করবেন। জিয়ানচাওয়ের সাথে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সোমবার (২৪ জুন) অনুষ্ঠিত হবে, এবং মঙ্গলবার (২৫ জুন) জিয়ানচাও প্রেসিডেন্ট শাহাবুদ্দীনের সাথে দেখা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের মধ্যকার উচ্চ পর্যায়ের বিনিময়ের অংশ হিসেবেই জিয়ানচাও বাংলাদেশ সফর করছেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর আলোচিত হবে।

এক বৈঠকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীন বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে আগ্রহী।

এর আগে গত জানুয়ারিতে বাংলাদেশ সফর করেছিলেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ান।

news24bd.tv/ab