বিমানের পাইলট সংকট নিরসনে পদক্ষেপের আহ্বান জানালেন পর্যটনমন্ত্রী

সংগৃহীত ছবি

বিমানের পাইলট সংকট নিরসনে পদক্ষেপের আহ্বান জানালেন পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক

নিজেদের পাইলট সংকট নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান। কুর্মিটোলায় বিমানের সদর দপ্তরে সংস্থাটির পরিচালনা পর্ষদের সাথে এক সভায় বুধবার (২৬ জুন) মন্ত্রী এই নির্দেশনা দেন।  

সভায় মন্ত্রী বিমান কর্তৃপক্ষকে পূর্ণ স্বচ্ছতার সাথে বিদ্যমান নিয়োগ নীতিমালা অনুসরণের মাধ্যমে বিমানের ককপিট ও কেবিন ক্রু নিয়োগের মাধ্যমে পাইলট সংকট নিরসনের নির্দেশনা দেন। বেশকিছু নতুন রুটে বিমান ফ্লাইট পরিচালনা শুরু করেছে এবং করতে যাচ্ছে বিধায় পাইলট, ককপিট ও কেবিন ক্রুর সংখ্যা বৃদ্ধি করা দরকার বলেও জানান তিনি।

সভায় বিমানের যাত্রী সেবা বৃদ্ধি ও কল সেন্টার ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনাও দেন মন্ত্রী।

সভায় বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab