রোজ গার্ডেনে ২৩ জুন সন্ধ্যায় আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান

সংগৃহীত ছবি

রোজ গার্ডেনে ২৩ জুন সন্ধ্যায় আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্লাটিনাম জুবিলি উপলক্ষে আগামী ২৩ জুন সন্ধ্যায় আওয়ামী লীগের আঁতুড়ঘর খ্যাত রোজ গার্ডেনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে দলটি।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের এক সভায় এসব বলেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ২৩ জুন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা করবে আওয়ামী লীগ।

কাদের বলেন, দুর্নীতি করলে যে কোনো প্রভাবশালীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিরঙ্কুশ স্বাধীনতা আছে দুদকের।

গণমাধ্যমে প্রকাশের পর বা সরকারের দৃষ্টিতে আসার পর কোন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বর্তমান সরকারের সময় এমন কোন ঘটনা ঘটেনি।

সেতুমন্ত্রী বলেন, দেশটাকে প্রায় শ্রীলঙ্কা বানিয়ে ফেলেছিলো কিছু বুদ্ধিজীবী, যারা বিএনপির সমর্থক। ১০ শতাংশের মতো মূল্যস্ফীতি আছে। তবে প্রতিকূল এ পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তরিক চেষ্টা আছে।

অতীতের ভুলত্রুটি সংশোধনের মানসিকতা আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রীর আছে।

news24bd.tv/FA