কোরবানির পশুর চামড়ার সর্বোচ্চ দাম ৮০০-৯০০ টাকা, শঙ্কায় ব্যবসায়ীরা  

ফাইল ছবি

কোরবানির পশুর চামড়ার সর্বোচ্চ দাম ৮০০-৯০০ টাকা, শঙ্কায় ব্যবসায়ীরা  

হুসাইন শাহাদাত

অনেকটা সরকার নির্ধারিত দামেই বেচাকেনা হচ্ছে কোরবানির পশুর চামড়া। লবন ছাড়া চামড়া আকারভেদে ৮শ থেকে সাড়ে ৯শ টাকায় বিক্রি হচ্ছে। তবে এবার সংগ্রহ কম হবে বলে মনে করছেন কাচা চামড়ার ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা বলছেন, অর্থ সংকট থাকলেও ধার দেনা করেও চামড়া সংগ্রহ করবেন তারা।

সোমবার দুপুর বারোটার পর থেকেই চামড়া আসতে শুরু করে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। তবে সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞার কারণে খুব বেশি চামড়া আসেনি এখানে। কিছু চামড়া বেচাকেনা হলেও দাম পাওয়া নিয়ে অভিযোগ ফড়িয়াদের।  

এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা।

সেই হিসেবে ঢাকায় প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম হবে বারোশো টাকা। যেখানে লবণবিহীন চামড়া বিক্রি হচ্ছে ৮শ থেকে সাড়ে নয়শো টাকার মধ্যে। এর সাথে লবণ, শ্রমিকের মজুরি ও পরিবহণ ব্যয় যোগ লবণযুক্ত চামড়ার দাম পড়বে ১১ থেকে ১২শ টাকা।  

কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়ত চকবাজারের পোস্তায় এবার ১ লাখ ৬০ হাজার চামড়া সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিলেন ব্যবসায়ীরা। তবে সেই লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের।   

এবছর চামড়া কিনতে ট্যানারি মালিকদের ৮০ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংক। তবে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।  

এবার সারাদেশে ১ কোটি ৬ লাখের বেশি পশু বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।  

news24bd.tv/TR