বক্স অফিসে সাড়া ফেলছে কার্তিকের 'চান্দু চ্যাম্পিয়ন' 

বক্স অফিসে সাড়া ফেলছে কার্তিকের 'চান্দু চ্যাম্পিয়ন' 

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান অভিনীত 'চান্দু চ্যাম্পিয়ন' সদ্যই মুক্তি পেয়েছে। কবীর খান পরিচালিত এই ছবিটি বক্স অফিস প্রথম দুদিন বেশ ভালোই সাড়া ফেলেছে।

'চান্দু চ্যাম্পিয়ন' প্রথম দুদিনে বক্স অফিসে ১২ কোটি রুপি আয় করেছে।

গত ১৪ জুন মুক্তি পেয়েছে ছবিটি।

মুক্তির দিন অর্থাৎ শুক্রবার এটি বক্স অফিসে ৪ কোটি ৭৫ লাখ আয় করেছিল। দ্বিতীয় দিনে ছবির আয় বেশ অনেকটা বেড়ে যায়। এদিন এটি ৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। ফলে এই দুদিনে চান্দু চ্যাম্পিয়ন ভারতীয় বক্স অফিসে মোট ১১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।

ইতোমধ্যেই ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এই ছবি দর্শকদের মন জয় করতে পেরেছে। যেভাবে ছবিটি বক্স অফিসে আয় করছে তাতে শুরুটা যে মন্দ হয়নি এই বিষয়ে তারা নিশ্চিত।

'চান্দু চ্যাম্পিয়ন' ছবিতে একজন স্পোর্টসম্যানের কথা উঠে এসেছে। মুরলিকান্ত পেটকরের জীবনীকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। যিনি প্যারাঅলিম্পিকে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন ফ্রিস্টাইল সুইমিং বিভাগে।

news24bd.tv/TR