মহাখালীতে শরবত খেয়ে চার পরিবহন শ্রমিক অজ্ঞান

মহাখালীতে শরবত খেয়ে চার পরিবহন শ্রমিক অজ্ঞান

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালী টার্মিনালের পাশে যাত্রী নামিয়ে যান্ত্রিক ত্রুটি সারার কাজ করার সময়ে এক যুবকের কাছ থেক ঠাণ্ডা শরবত খেয়ে অজ্ঞান হয়ে পরেন নেত্রকোনা পরিবহনের চালকসহ চার পরিবহন শ্রমিক।

বিষয়টি গাড়ির চাকা মেরামতকারী শ্রমিকদের নজরে পড়লে তারা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

শনিবার (১৫ জুন) রাতে এসব তথ্য জানিয়েছেন উদ্ধারকারী মহসিন। অসুস্থরা হলেন, চালক শাহিন (৩৮) হেলপার রফিক (৩০), ও রবিন (২৮), কন্ডাক্টর আবু সাঈদ (২৫)।

হাসপাতালে নিয়ে আসা মহসিন বলেন, চালক শাহিন অল্প শরবত পান করেছিলেন। তাই তাকে ছাড়া বাকিদের পাকস্থলী পরিষ্কার করা  হয়। এসময় তিনি বলেন, তাদের কাছ থেকে কোন টাকা পয়সা খোয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান হওয়া চারজনের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/SC