তৈরি পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

সংগৃহীত ছবি

তৈরি পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

অনলাইন ডেস্ক

দেশের প্রায় সকল পোশাক কারখানা তাদের শ্রমিকদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশে সচল ২ হাজার ১৬০টি কারখানার মধ্যে ২ হাজার ১৫৫টি কারখানা মে মাসের বেতন এবং ২ হাজার ১৫৬টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে।

যেসকল কারখানা এখনও বেতন-বোনাস পরিশোধ করেনি তারা ১৫ জুনের মধ্যে টা পরিশোধ করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, শতভাগ তৈরি পোশাক কারখানা তাদের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেছে বলে পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

তবে কতগুলো কারখানা এখনও বেতন-বোনাস দেয়নি সেটি জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

প্রায় ১ হাজার কারখানা এখনও মার্চ মাসের বেতন দেয়নি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

news24bd.tv/ab