আজারবাইজান থেকে প্রাকৃতিক গ্যাস নিতে আগ্রহী বাংলাদেশ

আজারবাইজানের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

আজারবাইজান থেকে প্রাকৃতিক গ্যাস নিতে আগ্রহী বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আজারবাইজানের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস নিতে আগ্রহ প্রকাশ করে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১৪ জুন) আজারবাইজানের রাজধানী বাকুতে দুই দেশের মাঝে প্রথম পররাষ্ট্র বিষয়ক আলোচনায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দেন মোমেন, এবং আজারবাইজান সরকারের পক্ষে ছিলেন উপ পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদোভ।

আলোচনায় আজারবাইজান বাংলাদেশের জন্য প্রাকৃতিক গ্যাসের একটি উত্তম উৎস হতে পারে বলে জানান মোমেন।

আজারবাইজান সরকার প্রত্যুত্তরে ইতিবাচক সাড়া দিয়েছে।

এসময় মোমেন আজারবাইজান সরকারকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ ও জনশক্তি নিতে অনুরোধ জানান।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতিসহ দুই দেশের মধ্যকার প্রায় সকল বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, রোহিঙ্গা পরিস্থিতি ও নাগোর্নো-কারাবাখ প্রসঙ্গও আলোচিত হয়।

 
সফরকালে মোমেন আজারবাইজানের উপ জ্বালানি মন্ত্রী এলনুর সুলতানোভের সাথেও দেখা করেন। ২৯তম জলবায়ু সম্মেলনের প্রধান নির্বাহী হিসেবে সুলতানোভ এসময় উন্নয়নশীল দেশগুলো যাতে জলবায়ু তহবিলের অর্থ সঠিকভাবে পায় সে ব্যাপারে চেষ্টা চালানোর কথা জানান।

এসময় পররাষ্ট্র সচিব মোমেন আজারবাইজানের সাথে এ বিষয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

news24bd.tv/ab