আজ পর্দা উঠছে ইউরোর, দেখে নিন কোন দল কোন গ্রুপে

আজ পর্দা উঠছে ইউরোর

আজ পর্দা উঠছে ইউরোর, দেখে নিন কোন দল কোন গ্রুপে

অনলাইন ডেস্ক

ইউরোপের শ্রেষ্ঠত্বের আসর ইউরোর পর্দা উঠছে আজ। এমনিতে ক্লাব ফুটবলের ক্লান্তি শেষে কিছুদিন বিশ্রামে যান ফুটবলাররা। তবে আন্তর্জাতিক ইভেন্ট, তাও আবার এতো বড় আসর বলে কথা।

গতবারের ইউরো মোট ১১টি দেশে অনুষ্ঠিত হলেও এবারের আসরের একমাত্র আয়োজক দেশ জার্মানি।

স্বাগতিক হওয়ার কারণে বাড়তি প্রত্যাশা রয়েছে জার্মানদের নিয়ে। দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘোচাতে জার্মান দলে অবসর ভেঙে ফেরানো হয়েছে টনি ক্রুসকে।

এদিকে সর্বশেষ ২০২০ ইউরোর চ্যাম্পিয়ন ইতালি গত কাতার বিশ্বকাপ না খেলতে পারায় শিরোপা ধরে রাখার মিশনটা বেশ কঠিনই কোচ লুসিয়ানো স্পাল্লেত্তির জন্য।

অন্যদিকে স্পেন নামছে ফেভারিট হিসেবে।

নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়ে স্পেন রয়েছে দারুণ ছন্দে। স্বপ্ন দেখছেন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচও। ইউরো জেতার চেষ্টায় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন তিনি।

বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপ্পেও ইউরো জয়ের স্বপ্ন দেখছেন সেটা বলাই যায়। ২০১৮ বিশ্বকাপে জয়ের পর ফ্রান্সের জার্সিতে ২০২২ বিশ্বকাপের ফাইনালেও অতিমানবীয় পারফরম্যান্স করেন তিনি। কিন্তু ভাগ্য পাশে থাকেনি। তবে বিশ্বকাপের চেয়েও ইউরো কঠিন টুর্নামেন্ট মনে হয় তার কাছে। এমনটাই জানিয়েছেন তিনি। এবার সেই দুর্গম পথ জয় করতে চান সদ্য রিয়ালে যোগ দেওয়া এই ফরোয়ার্ড।

ফ্রান্সের পাশাপাশি শিরোপার অন্যতম দাবিদার পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজ, দিয়োগো জতা, রুবেন দিয়াস, বার্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্সরা আবারও জ্বলে উঠতে প্রস্তুত। সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেনই। ৩৯ বছর বয়সেও যার গোল করার ক্ষুধা কমেনি।

পর্তুগালের গ্রুপেই পড়েছে প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়া। প্রথমবার এসে এতো বড় টুর্নামেন্টে কোনো চমক দেখাতে পারা কি না জর্জিয়া সেটাই হবে দেখার বিষয়।

এক নজরে ইউরোর গ্রুপিং
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।
গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়া।
গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া ও ইংল্যান্ড।
গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স।
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও ইউক্রেন।
গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র।

*ছয়টি গ্রুপের সেরা দুই দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দল উঠবে শেষ ষোলো রাউন্ডে।

আরও পড়ুন: জেনে নিন ইউরোর গ্রুপপর্বের সময়সূচি

news24bd.tv/SC         

এই রকম আরও টপিক