নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ মারা গেছেন।

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

অনলাইন ডেস্ক

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরোপ্রধান জুলহাস আলম।

শুক্রবার জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আর্মি কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  

পরিবারের সদস্যরা জানান, গত দুমাস ধরে তিনি অসুস্থ্য অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এরআগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন।

সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।

আব্দুর রশীদ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ। পাশাপাশি বিভিন্ন সংবাদ পত্রে তিনি নিয়মিত কলাম লিখতেন।

news24bd.tv/DHL