বেনজীরের বিরুদ্ধে শিগগিরই মামলা হবে: দুদক আইনজীবী

ফাইল ছবি

বেনজীরের বিরুদ্ধে শিগগিরই মামলা হবে: দুদক আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে। শিগগিরই মামলা করা হবে বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে তিনি সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠাকে ‘ভয়ংকর’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সবই করেছেন বেনজীর।

দুদকের এই আইনজীবী জানান, বেনজীরের অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এতে মামলার করার মত যথেষ্ট তথ্য উপাত্ত রয়েছে। এখন সিদ্ধান্ত দুদকের।

আরও পড়ুন: বেনজীর পরিবারের অবৈধ সম্পদের খোঁজে নেমে গলদঘর্ম দুদক

উল্লেখ্য, বেনজীরের এখন পর্যন্ত আদালতের নির্দেশে তিন দফায় প্রায় সাতশ’ বিঘা জমি ও অসংখ্য ফ্ল্যাট এবং প্লট জব্দ হয়েছে।

বেনজীরের এমন অবৈধ কর্মকাণ্ড দেখে হতভম্ব খোদ সরকারের বিভিন্ন মহল। তবে এতসবের পরেও বেনজীরের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি।

দুদকে সপরিবারে হাজির হওয়ার কথা থাকলেও দুই দফায় সময় চেয়েছে বেনজীর ও তার পরিবার। জানা গেছে সাবেক এই আইজিপি সপরিবারে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক