পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পঞ্চগড় বীর মুুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসক জহুরুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এবারের টুর্নামেন্টে বিভিন্ন জেলার আটটি দল অংশ নিচ্ছেন। ৭ বছর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

তবে টুর্নামেন্টে পঞ্চগড় জেলার কোনো দল অংশ নেয়নি। এ জন্য ফুটবলপ্রেমী দর্শকরা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা বলছেন, এই টুর্নামেন্টে আগে স্থানীয় দলও অংশ নিতো। জমকালো আয়োজনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো।

কিন্তু এবার স্থানীয় দল অংশ না নেওয়ায় উৎসাহ বা উদ্দীপনা কোনোটাই নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সাথে জয়পুরহাট ফুটবল একাডেমী প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় জয়পরহাট ফুটবল একাডেমিকে ৩-২ গোলে পরাজিত করে  রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। আগামী ২৮ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

news24bd.tv/কেআই