রাজধানীতে কোথায় কোথায় ২২ পশুর হাট, জেনে নিন

সংগৃহীত ছবি

রাজধানীতে কোথায় কোথায় ২২ পশুর হাট, জেনে নিন

অনলাইন ডেস্ক

মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ আগামী সোমবার (১৭ এপ্রিল) । যারা কোরবানি দেবেন তাদের সুবিধার্থে এবার রাজধানীতে দুটি অস্থায়ীসহ ২২ পশুর হাট বসছে।

দুই সিটি করপোরেশন থেকে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি ৯টি অস্থায়ী হাট এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটের পাশাপাশি ১১টি অস্থায়ী হাট বসেছে। তবে এ বছর আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসবে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বসছে ৯ হাট:

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খোলা জায়গা 
৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া ব্যাপারিপাড়া রহমান নগর আবাসিক প্রকল্প এলাকা
খিলক্ষেতের ৪৩ নম্বর ওয়ার্ডের মাস্তুল চেকপোস্ট
ভাটারার সুতিভোলা খালের কাছের খোলা জায়গা
উত্তরার ১৬ ও ১৮ নম্বর সেক্টরের কাওলা শিয়ালডাঙ্গা 
বউবাজার এলাকা
বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক ই, এফ, জি, এইচ, এল, এম, এন 
মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং ওপেন স্পেস)
মোহাম্মদপুরের বসিলায় ৪০ ফুট রাস্তার পাশের খোলা জায়গায়।

ঢাকা দক্ষিণে অস্থায়ী ১১টি হাট:

বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক ই, এফ, জি, এইচ এবং সেকশন ১ ও ২-এর নিকটবর্তী খোলা জায়গা
যাত্রাবাড়ী দনিয়া কলেজ
ধোলাইখাল ট্রাক টার্মিনাল
আমুলিয়া মডেল টাউন
মেরাদিয়া বাজার এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন স্থান
রহমতগঞ্জ ক্লাব
শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড
উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার
ইনস্টিটিউট লেদার টেকনোলজি কলেজ
পোস্তগোলার খোলা মাঠ
বিশ্ব রোডের কাছে লিটল ফ্রেন্ডস ক্লাবের পাশে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক