টাকা সাদা করার সুযোগ পাবেন না বেনজীর: এনবিআর

ফাইল ছবি

টাকা সাদা করার সুযোগ পাবেন না বেনজীর: এনবিআর

অনলাইন প্রতিবেদক

বেনজীর আহমেদের অবৈধ সম্পদ বৈধ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শুক্রবার (৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। বেনজীর আহমেদের অবৈধ সম্পদের ওপর ১৫ শতাংশ কর দিলে সেগুলো সাদা হয়ে যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বেনজীরের বিষয়টা এখন আদালত দেখছে। এখানে এমন কোনো সুযোগ নেই।

এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করা মানে এই না অবৈধ অর্থ সাদা করার সুযোগ দেয়া হয়েছে। এটা মূলত অনেক ব্যবসায়ী আছেন যারা বৈধভাবে ব্যবসা করেন কিন্তু অনেক সময়ে অডিটজনিত কারণে অর্থের বিষয়টি বৈধ হয়নি। অনেকে আছে যারা বৈধ সম্পদ দেখাতে পারছেন না। এ জন্য এই প্রস্তাব করা হয়েছে।

বাকীটা সংসদে আলোচনা হবে।

news24bd.tv/FA