আওয়ামী লীগের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়: মির্জা ফখরুল

বাংলাদেশের মাটিতে কারা বিমান ঘাঁটি করতে চায়, প্রধানমন্ত্রীকে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ বুধবার (৫ জুন) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবাষির্কী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ আহবান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। তিনি আরও বলেন, ইসলামি মূল্যবোধ ধ্বংস করে ধর্মহীন রাষ্ট্র গঠন করা হচ্ছে।

 

বেনজীরের সব দুর্নীতি উন্মোচিত হওয়ার পর আওয়ামী লীগ তাকে অস্বীকার করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে বেনজীর-আজিজরা। বহু গুম, খুনের মূল হোতা বেনজীর আহমেদ। দুই ভাই শীর্ষ সন্ত্রাসী জেনেও আজিজকে সেনাপ্রধান করেছিল আওয়ামী লীগ।  

এসময় ওলামা দলের আহবায়ক সেলিম রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যান্য নেতারা।

news24bd.tv/SHS