বেনজীরের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ: হিন্দুস্তান টাইমস

বেনজীর আহমেদ

বেনজীরের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ: হিন্দুস্তান টাইমস

অনলাইন ডেস্ক

আজ সোমবার ( ৩ জুন)  ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমস সাবেক আইজিপি বেনজীর আহমদেকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে।  
এ প্রতিবেদনে বলা হয়েছে বেনজীর সংখ্যালঘুদের জমি একচ্ছত্রভাবে দখল করেছেন। বিশেষ করে গোপালগঞ্জ ও মাদারিপুর জেলায় এ জমিগুলো দখল করেছেন বেআইনিভাবে। এই ২ জেলায় হিন্দুদের থেকে মোট ৬০০ বিঘা জমি তিনি  দখলে নেন।

সেই জমির একাংশে তৈরি করেছেন ইকো পার্ক।
এছাড়াও তাঁর বিরুদ্ধে রয়েছেন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। জোর কদমে ঘটনার তদন্ত করছে সেদেশের দুর্নীতি দমন কমিশন।  এ নিয়ে সরকারও কিছুটা অস্বস্তিতে রয়েছে।

গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বাসিন্দা জুয়েল বল বলেন, এখানে বেনজীর আহমেদের লোকেরা এসে প্রথমে ড্রোন উড়িয়ে জমির সমীক্ষা করে ও মানচিত্র তৈরি করে। এর পর আমাদের সেই জমি লিখে দিতে বাধ্য করে। জমি না লিখে দিলে প্রাণে মারার হুমকি দেয় বেনজীরের লোকজন। বাধ্য হয়ে আমরা জমি লিখে দিয়েছি। চাষবাসই ছিল আমাদের ভরসা। এখন জমি হারিয়ে কোনওক্রমে বেঁচে আছি। শুধু গোপালগঞ্জ ও মাদারিপুর নয়, গাজিপুর, কালীগঞ্জেও বেনজীরের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ উঠেছে।
গত ৩১ মার্চ ও ২ এপ্রিল বাংলাদেশে একটি বহুল প্রচলিত সংবাদপত্র দৈনিক কালের কন্ঠ প্রথম বেনজীরের কীর্তি প্রকাশিত করে।  

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক