আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানীকৃত গরু ও ছাগলের চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। সোমবার (৩ জুন) দুপুরে সাংবাদিকদের এ বিষয়ক তথ্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
প্রতিমন্ত্রী বলেন, এ বছর ৫৫ লাখ গরু ও মহিষ কোরবানি হবে। ঢাকা শহরে গরুর চামড়ার দাম লবন দেয়া অবস্থায় প্রতি স্কয়ার ফিট ৫৫ থেকে ৬০ টাকা এবং পুরো চামড়ার দাম ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ছাগল ও বকরির চামড়ার দাম সম্পর্কে টিটু বলেন, খাসির চামড়ার দাম লবন দেয়া অবস্থায় সারাদেশে ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়ার দাম স্কয়ার প্রতি ১৮ থেকে ২০ টাকা নির্ধারিত হয়েছে।
এসময় চামড়ার যে দাম নির্ধারণ করা হয়েছে তা যাতে মাঠ পর্যায়ে ঠিক থাকে সেটি বাণিজ্য মন্ত্রনালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং করবে বলে জানান প্রতিমন্ত্রী।
news24bd.tv/ab