২৬ দেশের সাথে বাণিজ্য চুক্তিতে সাড়া পাচ্ছে না বাংলাদেশ

সংগৃহীত ছবি

২৬ দেশের সাথে বাণিজ্য চুক্তিতে সাড়া পাচ্ছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সরাসরি বিদেশ বিনিয়োগ উৎসাহিত করতে ২৬টি দেশের সাথে বাণিজ্য চুক্তির চেষ্টা করা হলেও আশানুরূপ সাড়া পাচ্ছে না বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে রাজধানীর কাওরানবাজারে টিসিবি ভবনে কমিশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে এ কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশন-বিটিটিসি আয়োজিত বাংলাদেশ বাণিজ্য নীতি: বিবর্তন, বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের দিকনির্দেশনা শীর্ষক সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, বিশাল সম্ভাবনাময় বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতির সাথে কাজ করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বেশকিছু আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পদক্ষেপ নিয়েছে সরকার।

বাংলাদেশের সাথে বাণিজ্যে বিভিন্ন দেশ তাদের আগ্রহ প্রকাশ করেছে।

news24bd.tv/FA