বেনজীর যে দেশেই যান ৬ তারিখ দুদকে হাজির হওয়া মূল বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বেনজীর যে দেশেই যান ৬ তারিখ দুদকে হাজির হওয়া মূল বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেনজীর আহ‌মে‌দের দেশত্যাগে কোন নি‌ষেধাজ্ঞা নেই। তি‌নি যেকোন দে‌শে যেতেই পা‌রেন। ৬ তা‌রিখ তি‌নি দুদ‌কে হা‌জির হ‌বেন কি না সে‌টিই মূল বিষয়।

সোমবার (৩ জুন) এক ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, ডয়চে ভেলের প্রতি‌বেদন কোন তথ্য প্রমাণ ছাড়া করা হ‌য়ে‌ছে।

দেশকে ছোট করার জন্য এই প্রতিবেদনটি করা হ‌য়ে‌ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধিদের সামনে রোহিঙ্গা ক্রাইসিস তুলে ধরা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজার যুদ্ধের কারণে রোহিঙ্গা ইস্যুটি একটু সরে গিয়েছিলো সেটা আবার তুলে ধরা হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়া সরাসরি জড়িত ছিলেন।

জিয়ার রহমান গণতন্ত্রকে হত্যা করেছেন। বিএন‌পি অনেক দিন ক্ষমতায় ছিলো তারা কেন হত্যার বিচার করেনি। কে‌চো খুঁড়‌তে সাপ বের হবে এমন ভ‌য়ে তারা বিচার করেনি।

মন্ত্রী জানান, মালয়েশিয়ায় শ্রমিক যে‌তে না পারার পেছনে যা‌রা জড়িত তা‌দের আইনের আওতায় আনা হবে। সময় বাড়া‌নোর চেষ্টা চলছে। এসময় প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর ভার‌তে প্রথম যাওয়ার সম্ভাবনা বেশি।

news24bd.tv/FA