অটোরিকশার ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে বিআরটিএ

সংগৃহীত ছবি

অটোরিকশার ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে বিআরটিএ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সংকুচিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চালিত অটোরিকশার যাত্রীভাড়া ও মালিকের দৈনিক জমা বাড়ানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

গতকাল রোববার এক বিবৃতিতে সমিতির পক্ষ থেকে বলা হয়, অটোরিকশার মতো ছোট একটি পরিবহন খাতের ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি প্রতিরোধে বারবার ব্যর্থ হলেও বিআরটিএ আবারও নতুন করে অটোরিকশার যাত্রীভাড়া ও মালিকের দৈনিক জমা বৃদ্ধির পাঁয়তারা করছে।

বিবৃতিতে বলা হয়, যাত্রী কল্যাণ সমিতির ২০১৬ সালের সর্বশেষ জরিপে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ৯৮ শতাংশই মিটারে চলে না। ৮৭ শতাংশ যাত্রীদের পছন্দের গন্তব্যে যায় না।

অটোরিকশা পরিচালনার জন্য ২০০৬ সালের একটি নীতিমালা রয়েছে। এই নীতিমালা অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মহানগরীর জন্য একই হারে যাত্রীভাড়া ও মালিকের জমা নির্ধারণ করা হয়।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক