ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী 

ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী 

শাহনাজ বিশ্বাস ইয়াসমিন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গু রোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি আছে। তবে মশা মারার ব্যবস্থা নিতে হবে।

আজ রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে সাধারণ মানুষের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প নেওয়া হবে না।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত কার্যক্রম পরিচালনার জন্য অন্য সংস্থার সাথে দ্রুত বৈঠকে বসা হবে। পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় সেজন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেঙ্গু চিকিৎসার আগে এডিস মশা দমনে সবার সহযোগিতা দরকার বলে জানিয়েছেন মন্ত্রী।

news24bd.tv/তৌহিদ