অনলাইনে গ্যাস বিল পরিশোধে তিতাস গ্যাস ও সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি

অনলাইনে গ্যাস বিল পরিশোধে তিতাস গ্যাস ও সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

অনলাইনে গ্যাস বিল পরিশোধ ও আবেদন ফি সংগ্রহের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউসন কোম্পানি এবং সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে গ্রাহকরা ঘরে বসেই সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করতে পারবে। এছাড়া প্রবাসী গ্রাহকরা সোনালী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে গ্যাসের আবেদন পত্র ফি প্রদান করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

news24bd.tv/DHL