রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ১৪ জনকে দোষী সাব্যস্ত করলো হংকং সরকার

১৪ জন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মীকে দোষী সাব্যস্ত করেছে হংকংয়ের আদালত।

রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ১৪ জনকে দোষী সাব্যস্ত করলো হংকং সরকার

অনলাইন ডেস্ক

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ১৪ জন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মীকে দোষী সাব্যস্ত করেছে হংকংয়ের আদালত। ধারণা করা হচ্ছে এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন ও বৈশ্বিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে হংকংয়ের অবস্থানে পরিবর্তন আসবে। খবর রয়টার্সের।

হংকং শহরের বিভিন্ন স্থান থেকে ৪৭ জন রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তারের তিন বছর পর রায়টি দেয়া হলো।

চীনের আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।  

দোষীদেরকে পরবর্তীতে শাস্তি দেয়া হবে, এবং শাস্তির ফলে তিন বছর থেকে আজীবন জেল খাটা লাগতে পারে। ৩১ জন বিবাদী নিজেদেরকে দোষী বলে উল্লেখ করেন, এবং তাদের মধ্যে চারজন সরকারপক্ষের সাক্ষীতে পরিণত হন।

মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ।

বিশ্বের বেশ কয়েকটি দেশের কূটনীতিবিদ মামলার শুনানির সময় উপস্থিত ছিলেন।

দোষীদের বিরুদ্ধে হংকংয়ের নিরাপত্তা বিঘ্নিত করার ও ২০২০ সালের এক নির্বাচনে হংকং শহরের মেয়রকে বাধ্যতামূলক পদত্যাগ করানোর অভিযোগ আনা হয়। দোষ অস্বীকার করে বিষয়টিকে হংকং শহরের জন্য যোগ্য নেতা বাছাই করার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন বিবাদীরা।

রায়ের সারমর্মে বিচারকরা বলেন, গ্রেপ্তারকৃতরা তাদের চেষ্টায় সফল হলে হংকংয়ের জন্য সাংবিধানিক সংকট তৈরি হতো এবং সরকারের কর্মকান্ড বাধাগ্রস্ত হতো।

news24bd.tv/ab