উপজেলা নির্বাচনে সদরপুরে ১ জনের ৬ মাসের কারাদণ্ড 

আরিফ মাতুব্বর

উপজেলা নির্বাচনে সদরপুরে ১ জনের ৬ মাসের কারাদণ্ড 

অনলাইন ডেস্ক

ফরিদপুরের সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিধিমালা ভঙ্গের দায়ে আরিফ মাতুব্বর নামে এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।  

আরিফ মাতুব্বর উপজেলার মুজিবর মাতুব্বর কান্দির দাদন মাতুব্বরের ছেলে।  

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ৭২ধারায় আরিফ মাতুব্বরকে দোষী সাব্যস্ত করে মামলা রজ্জু করা হয় (নির্বাচনী মামলা নং ০১/২০২৪)। পরোয়ানায় স্বাক্ষর করেন ভ্রাম্যমাণ আদালতের ফরিদপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাওন হোসেন।

আজ বুধবার (২৯ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সদরপুর উপজেলায় ভোট গ্রহণ চলছে। উপজেলার ৯টি ইউনিয়নের ৬৮ টি কেন্দ্রে ১ লাখ ৬৬ হাজার ৩৩৫ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন।  

উপজেলা চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তারা হলেন মোটর সাইকেল প্রতীকে কাজী শফিকুর রহমান এবং আনারস প্রতীকে মো. শহিদুল ইসলাম (বাবুল)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

news24bd.tv/কেআই