জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত হওয়া দুটি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশিত হয়েছে।  

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী গত ২৬ মে স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। আর আগামী ৫ জুনের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরের দিন ৬ জুন।

সোমবার (২৭ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, পরিবর্তিত দুটি পরীক্ষা ব্যতীত অন্য পরীক্ষাগুলো গত ১৮ এপ্রিল প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

news24bd.tv/কেআই