তিতাসের কূপ-১৪ থেকে গ্যাস সরবরাহ ফের শুরু

ফের শুরু হয়েছে ব্রাহ্মনবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১৪ নং কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ।

তিতাসের কূপ-১৪ থেকে গ্যাস সরবরাহ ফের শুরু

অনলাইন ডেস্ক

পানি সংক্রান্ত কারণে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে ফের শুরু হয়েছে ব্রাহ্মনবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১৪ নং কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ। দুই মাসব্যাপী ৭৫ কোটি টাকা খরচ করে কূপটি সচল করা হয়েছে। শনিবার (২৫ মে) গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি সচিব মো. নুরুল আলম।

কূপটি থেকে প্রতিদিন ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।

আগামী ১০ বছরে কূপটি থেকে ২ হাজার ৬০০ কোটি টাকার গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

প্রতিদিন ২৯ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের ক্ষমতাসম্পন্ন কূপটি ২০০০ সালে খনন করা হয়েছিল। অধিক পরিমাণে পানি নির্গত হওয়ায় ২০২১ সালের ১ নভেম্বর কূপটি বন্ধ করে দেয়া হয়।  

সম্প্রতি পেট্রোবাংলার অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড ৫২৩ কোটি টাকার বিনিময়ে ৭টি বন্ধ হয়ে যাওয়া কূপ চালু করার উদ্যেগ নেয়।

এই প্রকল্পের আওতায় গত ১৯ মার্চ বাপেক্স তিতাস গ্যাসক্ষেত্রের ১৪ নং কূপ মেরামতের কাজ শুরু করে। গত ২১ মে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়।

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বাকি ছয়টি কূপের মেরামতের কাজ শেষ হবে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক মো. ইসমাইল মোল্লা।

তিতাস গ্যাসক্ষেত্রের ১৪ নং কূপ উদ্বোধনকালে জ্বালানি সচিব বলেন, সরকার আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আরও ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে চায়। আগামী বছর থেকে আরও ১০০টি কূপ মেরামতের কাজ শুরু হবে।

news24bd.tv/ab