কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ 

কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন (সাম্প্রতিক ছবি)

কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ 

অনলাইন ডেস্ক

ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আজ। মঙ্গলবার (১৪ মে) ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শুরু হয় ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। আজ (২৫ মে) ১২তম দিনে শেষ হচ্ছে উৎসবটি।

মূল প্রতিযোগিতা বাদে উৎসবের অন্য বিভাগগুলো এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

এখন চলছে প্রতিযোগিতা বিভাগের পুরস্কারের চুলচেরা বিচার-বিশ্লেষণ।

আজ সমাপনী দিনে সন্ধ্যার আগ পর্যন্ত মূল প্রতিযোগিতা বিভাগের ২২টি ছবি পুনরায় প্রদর্শিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট) শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান বিচারক গ্রেটা গারউইগ ঘোষণা করবেন স্বর্ণপামজয়ী ছবিসহ পুরস্কার বিজয়ীদের নাম।

উদ্বোধনী আয়োজনের মতো সমাপনী আয়োজনও সঞ্চালনা করবেন ফরাসি অভিনেত্রী কামিল কতিঁ।

এবারের আসরে ২২টি ছবি লড়ছে মূল প্রতিযোগিতায়। আজ মধ্যরাতে ঘোষিত হবে উৎসবে পুরস্কারজয়ী ছবি, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারের নাম। কার হাতে উঠবে সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম, এ নিয়ে জল্পনার শেষ নেই। ভ্যারাইটি, হলিউড রিপোর্টারসহ বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশ করেছে তাদের পূর্বানুমান।

তাতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের শন বেকারের কমেডি ‘আনোরা’, কোরালি ফারগেটের বডি হরর ‘দ্য সাবস্ট্যান্স’ এবং জ্যঁ অদিয়াঁরের মিউজিক্যাল ক্রাইম কমেডি ‘এমিলিয়া পেরেজ’ এগিয়ে। কেউ হয়তো ‘এমিলিয়া পেরেজ’কে এগিয়ে রাখছেন তো কেউ ‘দ্য সাবস্ট্যান্স’ বা ‘আনোরা’।
সেরা পরিচালকের দৌড়ে এগিয়ে কোরালি ফারগেট। সেরা অভিনেতার জেরেমি স্ট্রং (দি অ্যাপ্রেন্টিস) এবং সেরা অভিনেত্রীর দৌড়ে তিনজন—মাইকি ম্যাডিসন (আনোরা), কারলা সোফিয়া (এমিলিয়া পেরেজ) ও ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)।

news24bd.tv/TR