ইরানের মন্ত্রীসভায় সিদ্ধান্ত ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন

মন্ত্রীসভার বৈঠক

ইরানের মন্ত্রীসভায় সিদ্ধান্ত ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন

অনলাইন ডেস্ক

আজ সোমবার ( ২০ মে) ইরানের মন্ত্রীসভার বৈঠক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের সভাপতিত্বে শেষ হয়েছে। এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে বার্তা পাঠিয়েছে।  
বার্তায় মন্ত্রিসভা নিহতপ্রেসিডেন্ট রাইসির অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার পূর্ণ আশ্বাস দিয়েছে।

 
এর আগে গতকাল প্রেসিডেন্ট রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছিলেন, দেশের জনগণের মোটেই চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই; দেশের কাজে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না।
৬৩ বছর বয়সী রাইসির দুর্ঘটনায় বড় কোনও ক্ষতি হলে ইরানের সংবিধান অনুযায়ী দেশের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।  
এর আগে রোববার (১৯ মে) বিকেলে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি।
সূত্র, রেডিও তেহরান ও আল জাজিরা।  

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক