ব্যাংকিং ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ

ব্যাংকিং ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ

হুসাইন শাহাদাত

কেন্দ্রীয় ব্যাংকসহ পুরো ব্যাংকিং ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ব্যাংকের অর্থ লুটপাটের সুযোগ করে দেওয়ার কঠোর সমালোচনা করেছেন তিনি।

আর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াতে গভর্নরকে আরও স্বাধীনতা দিতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্রে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের ‘বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয়’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

এ সময় ড. ফরাসউদ্দীন বলেন, ঋণখেলাপি, কর ফাঁকি,  মুদ্রাপাচার একই শ্রেণির ক্ষমতাবান ব্যক্তিরাই করছেন। সরকার প্রধানকে ঠিকমতো বোঝাতে পারলে এসব সমস্যা সমাধান করা সম্ভব।

আর অর্থনীতিবিদ এমএম আকাশ বলেন, কতিপয় ব্যবসায়ী পরিবারের স্বার্থে অর্থনীতি ঘুরপাক খাচ্ছে। দেশের স্বার্থে এ থেকে বেরিয়ে আসতে হবে।

রাজনৈতিক হস্তক্ষেপ ও আইনের দুর্বলতা, তথ্যের অপ্রাপ্তি ও নীতির ধারাবাহিকতার অভাবে অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

news24bd.tv/  তৌহিদ