ধার করে হলেও রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার ধরে রাখার তাগিদ

পিআরআই এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ও সানেম এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান

ধার করে হলেও রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার ধরে রাখার তাগিদ

অনলাইন ডেস্ক

নির্বাচনের আগেই আর্থিক খাতে স্বল্পমেয়াদি সংস্কারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ধার করে হলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার ধরে রাখার তাগিদ দিয়েছেন তারা। রোববার (৮ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে বিশ্ব ব্যাংক এবং বেসরকারি গবেষণা সংস্থা সানেম আয়োজিত এক আলোচনায় এসব বিষয় উঠে আসে।  

অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেম এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

অলোচকরা বলেন, চলমান অর্থনৈতিক সংকটকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুবিধাবাদীদের বিরুদ্ধে গিয়ে হলেও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এর জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক প্রতিশ্রুতি।  

বক্তারা আরও বলেন, সরকারের ঋণের পরিমাণ বাড়লেও তা উদ্বেগজনক নয়, তবে রাজস্ব আদায় কম হওয়ায় কমছে ঋণ পরিশোধের সক্ষমতা; যা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা করেন তারা।

news24bd.tv/আইএএম