কবর জিয়ারতের দোয়া  

কবর জিয়ারতের দোয়া  

অনলাইন ডেস্ক

হাদিস : আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কবরে আসতেন তখন তিনি উল্লিখিত দোয়া পড়তেন। (মুসলিম, হাদিস : ৯৭৫, নাসায়ি, হাদিস : ২০৪০) 

দোয়া: السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ، أنتُم لنا فرَطٌ ونحنُ لَكم تبعٌ، أَسْاَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

উচ্চারণ : আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল আফিয়াহ।  

অর্থ : হে গৃহের অধিবাসী মুমিন ও মুসলিমরা, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর ইচ্ছায় তোমাদের সঙ্গে মিলিত হব।

আমি আল্লাহর কাছে আমাদের জন্য ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি।

news24bd.tv/TR
 

এই রকম আরও টপিক