বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হায়দার আকবর খান রনো

কেন্দ্রীয় শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে শ্রদ্ধা নিবেদন

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হায়দার আকবর খান রনো

অনলাইন ডেস্ক

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়।  সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনো।
এর আগে পল্টনে তার মরদেহ আজ সোমবার সকাল ১০টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। সেসময় সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ সিপিবির বিভিন্ন গণসংগঠন ও জেলার নেতা–কর্মীরা শ্রদ্ধা জানান।


পরে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণসংস্কৃতি ফ্রন্ট, গণজাগরণ মঞ্চ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ রনোর প্রতি শ্রদ্ধা জানান।  
এর আগে গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।  
রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো।  

news24bd.tv/ডিডি